সাসটেইনেবল টেক্সটাইল ইনিশিয়েটিভ: টুগেদার ফর চেঞ্জ (STITCH - স্টিচ)
কাজের ক্ষেত্রে মানবাধিকারকে সমুন্নত রাখার মধ্যদিয়ে একটি সমতাভিত্তিক ও ন্যায়ানুগ সমাজ গঠনে অবদান রাখা এই উদ্যোগের লক্ষ্য। এর ছয়টি পার্টনার রয়েছে তার মধ্যে দুটি শ্রমিক অধিকার সংগঠন --ভিয়েতনামের সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড ইন্টিগ্রেশন (সিডিআই) এবং ভারতের সিভিডেপ, নেদারল্যান্ডের দুটি ইউনিয়ন -- সিএনভি ইন্টারন্যাশনাল এবং মনডিয়াল এফএনভি; এবং দুটি মাল্টি-স্টেকহোল্ডার উদ্যোগ – যুক্তরাজ্যের এথিক্যাল টেডিং ইনিশিয়েটিভ (ইটিআই) এবং নেদারল্যান্ডের ফেয়ার উইয়ার ফাউন্ডেশন। বাংলাদেশে স্টিচ উদ্যোগটি বাস্তবায়ন করছে তিনটি সংগঠন – মনডিয়াল এফএনভি, ইটিআই বাংলাদেশ এবং ফেয়ার উইয়ার ফাউন্ডেশন।
নেদাল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগে অর্থায়ন করছে এবং কৌশলগত (স্ট্রাটেজিক) পার্টনার হিসেবে কাজ করছে।
সম্মিলিত লক্ষ্য হচ্ছে তৈরি পোশাক খাতের শ্রমিকরা, যাদের ৭৫ শতাংশ নারী, তারা যাতে সংগঠিত হওয়ার স্বাধীনতা (ফ্রিডম অফ এ্যাসোসিয়েশন) এবং নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজ করতে পারে এবং জীবনধারণের জন্য উপযোগী (লিভিং) মজুরী পায়। স্টিচ এমন একটি কর্মক্ষেত্রের স্বপ্ন দেখে যেখানের শ্রমিকের অধিকারকে সম্মান দেখানো হয়, তাদের কথা/ দাবী-দাওয়া শোনা হয় এবং বিভিন্ন বিষয়ে তাদের প্রতিনিধিত্ব থাকে। আমরা শ্রমিকের দাবী-দাওয়া ও মতামতকে এপ্লিফাই করব/ সবার সামনে তুলে ধরবো এবং জাতীয় ও আন্তর্জাতিক সাপ্লাই চেইনের স্টেকহোলা্ডারদের সাথে সমন্বয় করার মাধমে বৈশ্বিক পরিবর্তনের জন্য কাজ করবো।
ইউনিয়নগুলিকে শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা করার মাধ্যমে আমরা ভ্যালু চেইনে শ্রমিকের প্রভাব বাড়াতে পারি। ব্রান্ড ও সাপ্লাইয়ার, যারা সবচেয়ে প্রভাবশালী পক্ষসমূহ, তাদের সাথে কাজ করে আমরা আলোচনার টেবিলে শ্রমিকের প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি করতে পারি। ব্রান্ডকে তাদের পার্চেজিং প্রাকটিস উন্নত করতে সহায়তা করার মাধ্যমে আমরা ফ্যাক্টরি পর্যায়ে শ্রমিকের জন্য উন্নততর কর্মপরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে পারি। যেসব দেশে পণ্য বিক্রি হয় সেসব দেশের সরকারকে প্রভাবিত করার মাধ্যমে এবং মানবাধিকার ও শ্রমিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে একটা ভালো ‘ইকোসিস্টেম’ তৈরির জন্য আমরা কাজ করতে পারি, যার মাধ্যমে সবগুলো উদ্দেশ্য অর্জনে সহায়তা হয়।
ইটিআই-এর বস্ত্র ও তৈরিপোষাক খাতের চমকপ্রদ নতুন উদ্যোগগুলোকে অর্থায়নের একটা পন্থা হচ্ছে স্টিচ। যেমন ইন্ডাস্ট্রি উই ওয়ান্ট, বিজনেস প্রাকটিসের ক্ষেত্রে আমাদের সাংগঠনিক কৌশলগত লক্ষ্য এবং আমাদের চলমান সামাজিক সংলাপ কর্মসূচি। বাংলাদেশ ও ভারতে শক্তিশালী ও কার্যকর এথিক্যাল ট্রেডিং প্লাটফরম গঠনেও স্টিচ আমাদের সহায়তা করবে।