আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি ২০২৪ ইটিআই বাংলাদেশ ও ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন যৌথভাবে এক ওয়েবিনার আয়োজন করে। ৯৭ টি তৈরী পোশাক কারখানা থেকে ২০৬ জন (১১০ জন পুরুষ, ৯৬ নারী) এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
প্রতিবছর ৮ মার্চ সারাবিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশের তৈরি পোশাক খাতে অধিকাংশ কর্মীই নারী। তাই বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্যও এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইটিআই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিন ও ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার মোঃ বাবলুর রহমান।
ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের লিড ট্রেইনার ও লিগ্যাল কনসালট্যান্ট নাহিদ আনজুম কনা আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস এবং এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” নিয়ে আলোচনা করেন।
ইটিআই বাংলাদেশের সানজিদা খাতুন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ইটিআই-এর উদ্যোগের একটি সংক্ষিপ্ত বর্ননা দেন। এর মধ্যে রয়েছে দিনটি উদযাপনের জন্য পোস্টার প্রকাশ এবং কারখানাগুলোর মধ্যে বিতরণ, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি আলোচনায় কারখানাগুলোর সঙ্গে ওয়েবিনার, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কারখানাগুলোর আয়োজনে অংশগ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনের মাধ্যমে প্রচারনা, এবং যৌন হয়রানী অভিযোগগ্রহনকারী কমিটি (এস এইচ সি সি)-সমূহের সঙ্গে কর্মশালা।
অংশগ্রহণকারীরা তাদের কারখানায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে করা পরিকল্পনা গুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, র্যালী, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক-কাটা, কৃতী নারীকর্মী ও নেত্রীবৃন্দদের মধ্যে পুরষ্কার বিতরণ ইত্যাদি। এছাড়াও নারী কর্মীদের সুপারভাইজার ও ব্যবস্থাপনা পর্যায়ে আরো বেশি অন্তর্ভূক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও এই আলোচনায় উঠে আসে।
ওয়েবিনারটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদ্যাপনের পাশাপাশি কারখানায় জেন্ডার সমতা নিশ্চিত করতে সাংগঠনিক সংস্কৃতিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠার বিষয়টির উপর গুরুত্ব দেয়া হয়।