আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৪ মার্চ ২০২৪ ঢাকায় “তৈরী পোশাক কারখানায় যৌন হয়রানি অভিযোগগ্রহনকারী কমিটি বাস্তবায়নঃ ফিরে দেখা অভিজ্ঞতা ও করণীয় অনুসন্ধান” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে ইটিআই বাংলাদেশ ।
৩৪ টি তৈরি পোশাক কারখানার যৌন হয়রানি অভিযোগগ্রহণকারী কমিটি (এসএইচসিসি)-র ৯১ জন (২৭ জন পুরুষ, ৬৪ নারী) প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কারখানাগুলোতে ইটিআই-এর জেন্ডার সেনসেটিভ ওয়ার্কপ্লেস প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। এই প্রোগ্রামের অধীনে ইটিআই কারখানাগুলোয় এসএইচসিসি গঠন এবং কার্যকরকরণে সহায়তা প্রদান করেছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এসএইচসিসির কার্যক্রমের সাফল্য এবং সহায়ক বিষয়গুলো তুলে ধরেন। তারা কারখানায় এসএইচসিসি-র বিভিন্ন সাফল্যর গল্পও বিনিময় করেন। একইসাথে এসএইচসিসি-র কাজের ক্ষেত্রে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ এবং সেগুলো কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেন। কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীরা এই কমিটি নিয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্ন এবং তার বাস্তবায়নের জন্য করণীয় নিয়ে নির্ধারণ করেন।