স্টিচ এর উদ্যোগে সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং সামাজিক সংলাপের উপর গোলটেবিল আলোচনা
সামাজিক সংলাপ এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা পরস্পরসংযুক্ত, একটাকে বাদ দিয়ে অন্যটা অর্জন করা যায় না, উন্নত শিল্প সম্পর্ক এবং অধিকতর ভালো ব্যবসার জন্য দুটোই গুরুত্বপূর্ণ -- সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং সামাজিক সংলাপের উপর গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। সরকার, ফ্যাক্টরি মালিক, ট্রেড ইউনিয়ন এবং ব্রান্ড মিলে একসাথে কাজ করার উপর তারা গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাস এবং স্টিচ কনসোর্টিয়াম যৌথভাবে গোলটেবিল্ আলোচনাটি আয়োজন করে ১১ ডিসেম্বর ২০২২ তারিখে। বাংলাদেশে স্টিচ কনসোর্টিয়ামের সদস্য প্রতিষ্ঠান হচ্ছে ইটিআই বাংলাদেশ, মনডিয়াল এফএনভি, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন।
সরকারী সংস্থা, বিজনেস এ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়ন, ব্রান্ড, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের দূতাবাস এবং বহুপক্ষীয় সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। আলোচনাটি সঞ্চালনা করেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন।