বাংলাদেশের পোশাক শিল্পে ন্যায্য রূপান্তর, সবুজ জ্বালানি এবং টেকসই পরিবেশ উন্নয়নে ফেডারেশনগুলোর ভূমিকা নিয়ে ২৬ অক্টোবর ২০২৩ এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ (ইটিআই) বাংলাদেশ একটি কর্মশালা আয়োজন করে। বিভিন্ন শ্রমিক ফেডারেশন এবং শ্রমিক অধিকার সংগঠন থেকে মোট ২৯ জন এই কর্মশালায় অংশগ্রহন করেন। ন্যায্য রুপান্তরের সাথে সামঞ্জস্য রেখে জলবায়ু বান্ধব পোশাক শিল্প খাত রুপান্তরের বিষয়গুলো এই কর্মশালায় আলোচনা করা হয়।
জলবায়ু পরিবর্তন, সবুজ জ্বালানি, এবং ন্যায্য রুপান্তরের বৈশ্বিক এবং জাতীয় প্রেক্ষাপটের উপর ইটিআই বাংলাদেশের একটি উপস্থাপনা দিয়ে কর্মশালাটি শুরু হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্যারিস চুক্তি, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প ২০৪১ এবং বাংলাদেশ সরকারের মুজিব জলবায়ু পরিকল্পনা সহ বিভিন্ন নীতি বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অঙ্গীকারগুলিও এতে তুলে ধরা হয়। ন্যায্য রুপান্তর ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ইটিআই বাংলাদেশের পরিকল্পনা ও চলমান কার্যক্রম এই আলোচনার অংশ ছিলো।
বাংলাদেশের পোষাক শিল্পের পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন, সবুজ জ্বালানি ও ন্যায্য রূপান্তর এবং শ্রমিকদের অধিকারের সম্পর্ক নিয়ে অধিবেশনে অংশগ্রহণকারীরা বেশ কিছু বিষয় চিহ্নিত করেন যা শ্রমিকদের অধিকার ও জীবিকাতে নেতিবাচক প্রভাব ফেলে। অপরিকল্পিত অটোমেশন এর ফলে কর্মসংস্থান হারানো, অংশগ্রহণকারীদের একটি মূল উদ্বেগের বিষয় ছিল। অংশগ্রহণকারীরা তাপমাত্রা বেড়ে যাওয়ায়, পানি এবং খাদ্য সমস্যার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা করেন। জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ক্ষতির কারণে নারীদের অসমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আলচনায় প্রাধান্য পায়।
অংশগ্রহণকারীরা তাদের বিদ্যমান ভূমিকাগুলি পুনর্বিবেচনা করে এবং বাংলাদেশ পোশাক শিল্পে ন্যায্য পরিবর্তন, সবুজ জ্বালানি এবং টেকসই উন্নয়নে সম্ভাব্য ভূমিকাগুলি নিয়ে আলোচনা করেন। এই কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন অংশীজনের সহযোগিতা, ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধিতে বিনিয়োগ এর সুযোগ তৈরি এবং কর্মস্থল ভিত্তিক সামাজিক সংলাপ শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন।